ব্রেকিং নিউজ রাজ্য

বিরল মা হাঁস উদ্ধার

সকালে শ্যামপুরের হোগলাসি গ্রামের একটি পুকুর থেকে ৬টি ছানা সহ একটি মা সরাল (লেসার হুইসলিং ডাক) উদ্ধার করল বনদপ্তর। উদ্ধার হওয়া হাঁস ও ছানাদের গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। তা দেখারজন্য ভিড় জমান এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, হোগলাসি গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি সাক্ষী বেরার নজরে আসে পুকুরে চরে বেড়াচ্ছে নতুন ধরনের এক মা হাঁস ও তার বাচ্চারা। খবর ছড়িয়ে পড়তেই মানুষজন ভিড় জমায় এলাকায়। ঘটনাস্থলে আসে ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যরা। খবর দেওয়া হয় বনদপ্তরকে। নিরাপত্তার কথা মাথায় রেখে মা হাঁস ও তার বাচ্চাদের তড়িঘড়ি উদ্ধার করে দপ্তর।

ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য অর্পণ দাস ও তারক সামন্ত জানান, খুব সম্ভবত বেশ কয়েকদিন আগেই মা হাঁসটি বাসা বেঁধে ডিম দিয়েছিল। তবে শ্যামপুর এলাকায় সাধারণত এই হাঁসের দেখা মেলে না। ভারত ছাড়াও বাংলাদেশ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই ধরনের সরাল দেখতে পাওয়া যায়। ভারতের বন্যপ্রাণী আইনে এই প্রজাতি সংরক্ষিত।