দেশ ব্রেকিং নিউজ

দু’‌দিন বন্ধ র‌্যাপিড টেস্ট

র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট খারাপ ছিল বলে প্রশ্ন তুলেছিল পশ্চিমবঙ্গ। বুধবার র‌্যাপিড টেস্ট বন্ধ রাখার কথা জানিয়ে দেয় রাজস্থান। এবার সব রাজ্যকে আগামী দু’‌দিন করোনার র‌্যাপিড টেস্ট বন্ধ রাখার নির্দেশ দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
আইসিএমআর–এর বিজ্ঞানী রামন আর গঙ্গাখেড়কর জানান, ‘‌একটি রাজ্য থেকে অভিযোগ আসার পর টেস্ট কিটের কোনও ব্যাচে সমস্যা আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। সমস্যা ধরা পড়লে সংশ্লিষ্ট নির্মাতা সংস্থাকে সেগুলি পরিবর্তনের নির্দেশ দেওয়া হবে।’‌ রাজস্থান ও পশ্চিমবঙ্গের অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকারের পাঠানো র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটগুলি রোগ নির্ণয়ের ক্ষমতা প্রায় নেই বললেই চলে। রোগ নির্ণয়ের পরিসংখ্যান বলছে, শতাংশের হিসেবে মাত্র ৫.৪ শতাংশ সফলতা মিলছে এই টেস্ট কিটে। অনেক টেস্ট কিটে পরীক্ষার ফল মিলছে না। অযথা সময় নষ্ট হচ্ছে।
এদিনই যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক টুইটে লিখেছেন, ‘‌আইসিএমআর থেকে ত্রুটিপূর্ণ কিট পাঠিয়ে করোনা পরীক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার। কোভিড–১৯ সঙ্কট মোকাবিলার নামে আপনারা বাঙালিদের জীবন নিয়ে খেলছেন।’
আইসিএমআরের নির্দেশের আগে কংগ্রেস শাসিত রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানিয়ে দিয়েছিলেন, এই টেস্ট কিটের পরীক্ষায় ভালভাবে রোগ নির্ণয় করা যাচ্ছে না। মাত্র ৫.‌৪ শতাংশ ক্ষেত্রে নির্ভুল। আইসিএমআরের হস্তক্ষেপ ও নির্দেশিকা চেয়েছিলেন তিনি।