জেলা ব্রেকিং নিউজ

ফের নাবালিকা ধর্ষণ শান্তিনিকেতনে

হাঁসখালি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারো নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটলো শান্তিনিকেতনে। জানা গিয়েছে, মেলা থেকে ফেরার পথে নাবালিকার পিছু নেয় চার যুবক। তারপর রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা ওই নাবালিকা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মায়ের সঙ্গে চড়কের মেলা দেখতে গিয়েছিল আদিবাসী ওই কিশোরী। মেলা দেখতে গিয়ে চরম বিপদের মুখে পড়ে ওই কিশোরী। সেখানে এক বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় মেলার একদিকে সেই বন্ধুর সঙ্গে বসে গল্প করছিল সে। তখনই কয়েকটি ছেলে এসে চড়াও হয়। মেয়েটির বন্ধু কে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় তারা। নদীর চরে নির্জন এলাকায় মেয়েটিকে মেয়েটিকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই ছেলেদের দল। তারপর মেয়েটিকে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় ওই ছেলেদের দল। মেয়েটির বন্ধু স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা এসে মেয়েটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে।

শুক্রবার সকালে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। পুলিশ সুপার জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে তিন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হবে বলেও জানান তিনি।