নগ্ন ফটোশ্যুট মামলায় বয়ান রেকর্ড করা হল রণবীরের। এই মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরা দিলেন অভিনেতা। সকাল সাত টার সময়ে চেম্বুর পুলিশ অভিনেতার বয়ান রেকর্ড করে। প্রায় দুঘণ্টা ধরে রণবীরের বয়ান রেকর্ড করা হয়। প্রায় সাড়ে নটা নাগাদ পুলিশ স্টেশন থেকে বেড়িয়েছেন অভিনেতা। প্রয়োজন পড়লে রণবীরকে ফের ডেকে পাঠান হবে বলেও সুত্রের খবর।
তাঁর নগ্ন ফটোশ্যুটের জেরে উত্তাল দেশ। সোশ্যাল মিডিয়ায় তাঁর নগ্ন ফটোশ্যুটকে ঘিরে একাধিক প্রতিক্রিয়াও মিলেছে। সেই সঙ্গে অভিনেতার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে। এর আগে ২২ আগস্ট চেম্বুর পুলিশ স্টেশনে হাজিরা দিতে বলা হয়েছিল অভিনেতাকে। সেই হাজিরা এড়িয়ে গিয়ে মুম্বই পুলিশের কাছে আরও দু’ সপ্তাহ সময় চেয়েছিলেন রণবীর। বেশ কয়েকদিন আগেই চেম্বুর থানার পুলিশ রণবীরের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছিল। এমনকী তদন্তে সহযোগিতা করার কথাও বলা হয়েছিল ওই নোটিশে। কিন্তু, সেই সময় বলি সুপারস্টার মুম্বইয়ে ছিলেন না। অভিনেতা নিজেই পুলিশকে সেকথা জানিয়েছিলেন। সেইজন্য তাঁকে ২২ আগস্ট তলব করা হয়েছিল।
উল্লেখ্য,চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩,৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা রুজু করেছিল মুম্বই পুলিশ।