নতুন করে আবার মোড় নিল রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট শ্যুট বিতর্ক। অভিনেতার দাবি, ওই ফটোশুটের একটি ছবি বিকৃত করা হয়েছে। দিন পনেরো আগে মুম্বই পুলিশ বয়ান রেকর্ড করে তাঁর। সেই সময়ই এমন বিস্ফোরক দাবি করেন রণবীর।
সম্প্রতি পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর সিং। সেই ফটোশুট সামনেই আসতেই বিতর্কের ঝড় বয়ে যায়। উঠে আসে লিঙ্গবৈষম্যের মতো বিষয়ও। গায়ে এক ইঞ্চি সুতো না রেখে ফটোশুট করেছিলেন রণবীর। সে সব ছবিই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ছবিতে দেখা গিয়েছিল, কখনও তিনি শুয়ে আছেন, আবার কখনও তিনি বসে রয়েছেন। তবে ছবিতে মডেলিংয়ের কায়দায় নিজের গোপনাঙ্গ আড়াল করেছিলেন অভিনেতা। মার্কিন পপ কালচারের আইকনের কায়দায় পোজ দিতে দেখা গিয়েছিল রণবীরকে।
এরপরই চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক।
রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩,৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা রুজু করে মুম্বই পুলিশ। সেই মামলাতেই এর আগে রণবীরের বাড়িতে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। সেই অভিযোগের উপর ভিত্তি করেই গত ২৯ আগস্ট পুলিশের কাছে বয়ান রেকর্ড করতে যান রণবীর।