একসময় নিজেই রেলস্টেশনে গান গাইতেন। মানুষের দয়া-দাক্ষিণ্যে যা অর্থ মিলতো তা দিয়েই কষ্টেসৃষ্টে দিন পার করতেন তিনি। ঘটনাচক্রে বলিউডে প্লেব্যাক করে বদলে গেল তার জীবন। না খেয়ে থাকার কষ্ট তার জানা। তাই এবার দুঃসময়ে অনাহারীদের খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের রানাঘাটের সেই গায়িকা রানু মণ্ডল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সহায়তা দানের ছবি।
জানা গেছে, রানাঘাটের কিছু গরিব মানুষকে নিজের সাধ্যমতো চাল, ডাল, ডিমসহ আরও কিছু খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রানু। সেই ছবিই উঠে এসেছে সামাজিক মাধ্যমে। রানুর এই মানবিক উদ্যোগ দেখে প্রশংসা করছেন সবাই।
উল্লেখ্য, রেলস্টেশনে গাওয়া ‘তেরি মেরি কাহানি’ গান ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বলিউডের সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার নজরে পড়েন রানু মণ্ডল। তার গানের গলায় মুগ্ধ হিমেশ তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দেন। দিন বদলে যায় ভবঘুরে রানু মণ্ডলের। রাতারাতি হয়ে যান সেলিব্রিটি। শুধু হিমেশ রেশমিয়া নয়, জনপ্রিয় শিল্পী উদিত নারায়ণের সঙ্গেও গান গেয়েছেন তিনি।