বিনোদন

গাঁজার বৈধতা চাইলেন রণবীর শোরে

বলিউড অভিনেতা রণবীর শোরে নেশাজাত দ্রব্য গাঁজা সেবনের বৈধতার দাবি জানিয়েছেন। বলিউড পাড়ায় চলমান মাদকাণ্ডের বিষয়টি সামনে এনে এই অভিনেতা এই মন্তব্য করেছেন।

সুশান্ত সিং রাজপূতের মৃত্যুর রহস্যের জের ধরে বলিউডে মাদকাণ্ডের নানা তথ্য বের হয়ে আসে। সুশান্তের মৃত্যুর পর বলিউডের একাংশের সঙ্গে মাদক যোগ রয়েছে বলেও সমাজের বিভিন্ন স্তর থেকে অভিযোগ উঠে আসতে শুরু করে। সেই অভিযোগের তদন্তের সূত্র ধরেই নামি দামি তারকাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এই পরিস্থিতিতেই গাঁজাকে বৈধ করে দেওয়া হোক বলে দাবি তুলেছেন রণবীর শোরে।

তিনি বলেন, বলিউডের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের অনেক মানুষ মাদক সেবনে অভ্যস্ত। শুধু বি টাউনের পার্টি নয়, অন্যান্য বিভিন্ন পার্টিতেও মাদক সেবনের চল রয়েছে বলে দাবি রণবীরের।

ভারতের বাইরে বিভিন্ন দেশে গাঁজা আইনসিদ্ধ তাই এবার এ দেশেও এই নেশাকে আইনসিদ্ধ করে দেওয়া হোক বলে দাবি করেন কঙ্গনা সেন শর্মার সাবেক স্বামী।