বিনোদন

রণবীর-আলিয়ার বাগদান কি আজই?

রণবীর কাপুর এবং আলিয়া ভাট আজই বাগদান সেরে ফেলছেন? সম্প্রতি এমন খবরেই বি টাউন জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে। রণবীর, আলিয়া এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, চুপিসারেই তাঁরা আংটিবদল সেরে ফেলছেন বলে খবর জানা যাচ্ছে। বুধবার পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান পর্ব সেরে ফেলবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। রণথম্ভোরের আমন হোটেলে এই মুহূর্তে রয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাটরা। সেখানেই তাঁরা আংটি বদল সারবেন বলে খবর শোনা  যাচ্ছে। আমন হোটেলে যেমন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুররা রয়েছেন, তেমনি তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংরাও। রণবীর, আলিয়ার খুশির দিনে সাক্ষী থাকতেই দীপিকারা রণথম্ভোরে উড়ে গিয়েছেন বলে খবর। এদিকে এই মুহর্তে করণ জোহর গোয়ায় রয়েছেন। তবে শিগগিরই কাজ মিটিয়ে করণ জোহর গোয়া থেকে সোজো রণথম্ভোরে উড়ে যাবেন বলে খবর। করণ, দীপিকা, রণবীর সিং-সহ ঘনিষ্ঠদের হাজিরাতেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বাগদান পর্ব সেরে ফেলা হবে বলে জানা যাচ্ছে। আজই যদি রণবীর কাপুর এবং আলিয়া ভাট আংটি বদল সেরে ফেলেন, তাহলে রণথম্ভোরের আমন হোটেলে বাগদানের একটি অনুষ্ঠানও হবে। তবে কাপুর পরিবারের আর কে কে ওই অনুষ্ঠানে হাজির হচ্ছেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে বিয়ে নিয়ে রণবীর কাপুর মুখ খোলেন। তিনি বলেন, মহামারী যদি তাঁদের জীবনে থাবা না বসায়, তাহলে অবশ্যই তাড়াতাড়ি তাঁরা বিয়ে সেরে ফেলবেন। ওই সাক্ষাতকারের কয়েকদিনের মধ্যেই যে রণবীর কাপুর এবং আলিয়া ভাট বাগদানের সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে আগে থেকে কোনও ইঙ্গিতই মেলেনি।