দেশ ব্রেকিং নিউজ

কেন কাশ্মীর সফরে রাষ্ট্রপতি?‌

জম্মু–কাশ্মীর ও লাদাখ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৫ থেকে ২৭ জুলাই তিনি জম্মু–কাশ্মীর যাবেন। আগামী ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস রয়েছে। সেখানে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসাবে তিনি অনুষ্ঠানেও যোগ দিতে পারেন। কার্গিলের দ্রাসের এই অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেন। এখন কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ গোষ।

সূত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপত্যকায় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। জম্মু–কাশ্মীরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল এস ডি সিং জামওয়াল ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করে সমস্ত সেনাকর্মীদের ছুটি নিতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু-কাশ্মীর সফরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি কার্গিলের স্মৃতি সৌধে মাল্যদান করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি যেতে পারেননি। এবারের সফরে তিনি তাই কার্গিলকে বিশেষ গুরুত্ব দিতে পারেন। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঐতিহাসিক সিদ্ধান্তের পর প্রথমবার ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি সহ সমস্ত কাশ্মীরী নেতার মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। প্রধানমন্ত্রী বৈঠকের শেষে বলেছিলেন, “ঠিক সময়ে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।”