"The Ram Mandir will change the economy of Ayodhya",said PM Narendra Modi,after the end of bhumi puja today. He also spoke about the unity and culture of the country.
দেশ লিড নিউজ

বদলে যাবে অযোধ্যার অর্থনীতি

অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজো শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‌রামমন্দির অযোধ্যার অর্থনীতিকে বদলে দেবে।’‌ দেশে এক ঐক্য ও সংস্কৃতির ভাবনার পাশাপাশি অযোধ্যার উন্নয়ন সাধনেও রামমন্দিরের গুরুত্ব ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‌এই মন্দির আধুনিক ভারতের প্রতীক হবে। এই মন্দির কোটি কোটি ভারতীয়র অনুপ্রেরণা, সঙ্কল্প ও ইচ্ছাশক্তির প্রতীক হয়ে উঠবে।’‌ তবে এই সবকিছুই তিনি রামের ভরসায় বলেছেন কিনা তা জানাননি।
ভূমিপুজোর পর প্রধানমন্ত্রী বলেন, ‘‌দীর্ঘ অপেক্ষার অবসান। আমি দেশের সমস্ত নাগরিক, বিশ্বজুড়ে প্রবাসী ভারতীয় এবং ভগবান রামের সমস্ত ভক্তদের আজকের পবিত্র অনুষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের দিনটি কয়েক বছরব্যাপী সংকল্প, উৎসর্গ এবং সংগ্রামের সমাপ্তিকে চিহ্নিত করছে। বিশ্বের যে কোনও কোণ থেকে যাঁরা আজকের অনুষ্ঠানটি প্রত্যক্ষ করছেন, তাঁরা আজ আবেগপ্রবণ। জয় সিয়া রাম শুধুমাত্র ভগবান রামের শহরেই নয়, আজ সারা বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।’‌ তবে কিভাবে অর্থনীতির ভোলবদল হবে জানাননি তিনি।
এদিন প্রধানমন্ত্রী জানান, এই মন্দির তৈরি হলে অযোধ্যার ছবিটাই বদলে যাবে। ভোল পাল্টে যাবে এই এলাকার অর্থনীতির। রামমন্দির দর্শনে পুরো বিশ্বের মানুষ আসবেন। আর তার ফলে চেহারাই পাল্টে যাবে এখানকার। পুরো ভারতকে এক সূত্রে বাঁধবে এই মন্দির। শ্রীরামের জীবনে যেমন সাদামাঠা আয়োজনের উদাহরণ থাকত, এখানে ঠিক সেরকমই করা হয়েছে।’‌ এরপরই তিনি জানিয়ে দেন, ইতিহাস শুধু আজ তৈরি হচ্ছে না। এটা নিজেই নিজের পুনরাবৃত্তি করছে। জীবনের এমন কোনও দিক নেই, যেখানে রাম অনুপ্রেরণা হিসাবে আসেন না। তিনি এখনও আমাদের হৃদয়ে বাস করেন এবং আমাদের সংস্কৃতির ভিত্তি। বিশ্বের ইতিহাসে রামের মতো আদর্শ আর কোনও শাসক নেই।’‌