দেশ ব্রেকিং নিউজ

ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রমেন ডেকা

ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন রমেন ডেকা। শপথ নেওয়ার পর রমেন ডেকা বলেছেন, “আমি ছত্তিশগড়ের রাজ্যপাল হতে পেরে খুবই খুশি। ছত্তিশগড় একটি উন্নয়নশীল রাজ্য হিসেবে এগিয়ে যাবে এবং এ জন্য, আমি ছত্তিশগড় সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করব।”

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। তিনি বলেছেন, “ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন রমেন ডেকা। আমি তাঁকে শুভেচ্ছা জানাই… অসমের সঙ্গে ছত্তিশগড়ের পুরনো সম্পর্ক রয়েছে। ছত্তিশগড় থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে চা বাগানে কাজ করতে গিয়ে বসতি স্থাপন করেন। তারা কয়েক প্রজন্ম ধরে সেখানে আছেন, তাদের মধ্যে অনেকেই বিধায়ক এবং সাংসদ হয়েছেন। রমেন ডেকার নির্দেশনায় ছত্তিশগড় দ্রুত অগ্রগতি করবে।”