রিষড়ায় রামনবমীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনার ঘটনায় ১২জনকে গ্রেফতার করল পুলিশ। এদিকে সোমবার সকালেও এলাকাজুড়ে রয়েছে চাপা উত্তেজনা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। চলছে রুটমার্চও। নবান্নের তরফেও একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রিষড়া ও মাহেশে সোমবার রাত দশটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। পরিস্থিতি শান্ত হলে ফের ইন্টারনেট পরিষেবা চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রশাসন। ইতিমধ্যেই পুলিশের তরফে মাইকিং করে স্থানীয়দের বারবার সতর্ক করা হচ্ছে। যাতে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোন।
জানা গিয়েছে, রবিবার বিকেলে রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা, বিধায়ক। অশান্তির জেরে নিরাপত্তা বিঘ্নিত হয় বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। যদিও নিরাপত্তা রক্ষীরা তাঁকে সময়মতো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় কোনও বিপদ হয়নি।
ইতিমধ্যেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই মিছিলে হামলা চলে বলে অভিযোগ। চলে ইঁট-বৃষ্টি। তাতে মোহন আদকের গাড়ির কাঁচ ভাঙে, আহত হন বিধায়ক বিমান ঘোষও। তাঁদের তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত বিধায়ককে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হাসপাতালে।
ঘটনায় সরব বিজেপি। সাংবাদিক বৈঠক করে রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অভিযোগে কার্যত ফেটে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি। ঘটনার পর থেকেই এলাকায় জারি ১৪৪ ধারা। অশান্তি রুখতে বন্ধ ইন্টারনেট পরিষেবাও।