লিড নিউজ

প্রধানমন্ত্রীর পাশে থাকা পুরোহিতের করোনা পজিটিভ

করোনাভাইরাসে আক্রান্ত হলেন রামজন্মভূমি ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস। গত সপ্তাহে বুধবার রামমন্দিরের ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চেই ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০ কেজি রূপোর ইট দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন রাম মন্দিরের। সেই মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহান্ত নিত্যগোপাল দাস।
নরেন্দ্র মোদী ছাড়াও ভূমিপুজোর দিন নিত্যগোপাল দাসের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। মঞ্চ ছাড়াও ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রীর সংস্পর্শে অনেকক্ষণই ছিলেন নিত্যগোপাল দাস। আগেই আশঙ্কা করা হয়েছিল এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এবার আশঙ্কাই সত্যি হল।
এখন প্রশ্ন উঠছে, তাহলে কি আইশোলেশনে যেতে হবে প্রধানমন্ত্রীকে? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে আমজনতার মনে। আগেই কোভিড পজেটিভ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কোভিড হানা বসাল নিত্যগোপাল দাসের শরীরে। ভূমিপুজোর কয়েকদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন অন্যতম পুরোহিত প্রদীপ দাস। এছাড়া আরও ১৪ জন পুলিশকর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ২৯ বছর পর অযোধ্যায় পা রেখেছিলেন তিনি। যদিও কোভিডের আবহে রামমন্দির নির্মাণ শুরু করার এই পুজো পিছিয়ে দেওয়ার দাবি করেছিলেন বিশেষজ্ঞরা। তাতে অবশ্য কর্ণপাত করেনি রাম জন্মভূমি ট্রাস্ট।