Work on the Ram Mandir in Ayodhya is starting from Tuesday. Mohant Nrityagopal Das, chairman of Ram Janmabhoomi Tirthakshetra Trust, has already visited the construction site. After the puja there, he announced the start of work on the Ram temple. The trust had planned to start work on the Ram temple on the third day of Ram Navami or Akshay last April. However, it was postponed and this time the construction work of Ram Mandir started.
দেশ লিড নিউজ

অযোধ্যায় রামমন্দিরের কাজ শুরু হল

করোনাভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। তার মধ্যেই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের কাজ। ইতিমধ্যেই নির্মাণস্থলে যান রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মোহন্ত নৃত্যগোপাল দাস। সেখানে পুজোর পর রাম মন্দিরের কাজ শুরুর ঘোষণা করেন তিনি। গত এপ্রিল মাসেই রামনবমী বা অক্ষয় তৃতীয়ার দিন রাম মন্দিরের কাজ শুরুর চিন্তাভাবনা করেছিল ট্রাস্ট। তবে তা পিছিয়ে গিয়ে এবার শুরু হল রামমন্দির নির্মাণের কাজ।
জানা গিয়েছে, রামমন্দির কেমন দেখতে হবে তা তিন দশক আগে নকশা করে রেখেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই পরিকল্পনা অনুযায়ী, আগে ১২৫ ফুট উচ্চতার কথা ভাবা হলেও বর্তমানে তা বাড়িয়ে ১৬০ ফুট করার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। মন্দিরের প্রথম তলা ১৮ ফুট উঁচু এবং দ্বিতীয় তলের উচ্চতা ১৫ ফুট ৯ ইঞ্চির হবে। আর প্রথম তলায় থাকবেন রামলালা বিরাজমানের মূর্তি। দ্বিতীয় তলায় রাম দরবার গড়া হবে। অর্থাৎ যেখানে রাম–লক্ষ্মণ এবং সীতার মূর্তি স্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দেয়, অযোধ্যার বিতর্কিত জমিতেই রামমন্দির হবে। মসজিদ গড়ার জন্য বিকল্প ৫ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই চলতি বছরই গঠন করা হয় শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। লোকসভায় ট্রাস্ট গঠন ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। ট্রাস্ট বোর্ডে রয়েছেন ১৫ জন সদস্য।