অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমি পুজোয় আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ আগস্ট কিংবা ৫ আগস্ট ওই অনুষ্ঠান হবে। সূত্রের খবর, ভূমি পুজো সম্ভবত হতে পারে ৫ আগস্ট। সেদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অযোধ্যায় থাকবেন নরেন্দ্র মোদী। এই বিষয়টি ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী ৩ এবং ৫ আগস্টের মধ্যে যে তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মতি দেবেন সে দিন মন্দিরের নির্মাণ কাজের সূচনা হবে বলে জানান ট্রাস্টের অন্যতম সদস্য রামেশ্বর চৌপল।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট সূত্রে খবর, ভূমি পুজো শুরু হবে সকাল ৮টায়। পুজো করবেন কাশী এবং বারাণসীর পুরোহিতরা। শনিবার ট্রাস্টের এক বৈঠকে ভূমি পুজোর দিনক্ষণ স্থির হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ১১ জন ট্রাস্টি এবং রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। চারজন সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন ট্রাস্টের সাধারণ সচিব চম্পত রাই। তিনি জানান, প্রস্তাবিত মন্দিরের ভিত কতটা গভীর হবে তা নির্ভর করছে মাটির নমুনা পরীক্ষার রিপোর্টের উপরে।
এদিন ওই বৈঠক শেষে ট্রাস্টের সভাপতি নিত্যগোপাল দাসের মুখপাত্র মোহন্ত কমল নারায়ণ দাস জানান, প্রধানমন্ত্রীকে ভূমি পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুটি শুভ দিনের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, অযোধ্যার রামমন্দির কেমন হবে, তিন দশক আগে তার নকশা করে রেখেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই পরিকল্পনা অনুযায়ী, আগে ১২৫ ফুট উচ্চতার কথা ভাবা হলেও বর্তমানে তা বাড়িয়ে ১৬০ ফুট করার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। মন্দিরের প্রথম তলা ১৮ ফুট উঁচু এবং দ্বিতীয় তলের উচ্চতা ১৫ ফুট ৯ ইঞ্চির হবে। প্রথম তলায় থাকবেন রামলালা বিরাজমানের মূর্তি। দ্বিতীয় তলায় রাম দরবার গড়া হবে, যেখানে রাম–লক্ষ্মণ–সীতার মূর্তি স্থাপন করা হবে।
মন্দির নির্মাণের কাজ কতদিনের মধ্যে শেষ হবে, সেই বিষয়ে মন্দির ট্রাস্টের গুরুত্বপূর্ণ এই সদস্যের থেকে জানতে চান সাংবাদিকরা। জবাবে চম্পত রাই বলেন, সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পর দেশের ১০ কোটি পরিবারের কাছে মন্দির তৈরির জন্য চাঁদার আবেদন জানানো হবে। মন্দির তৈরি হতে তিন থেকে সাড়ে তিন বছর লাগবে।