সরকারি কর্মীদের জন্য সুখবর। ১১ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষ্যে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে এই ছুটির কথা ঘোষণা করে। এদিন নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ১১ আগস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতরে ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ থাকবে সরকারি এবং সরকারি সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানও।
এতদিন রাখি পূর্ণিমায় কোনও ছুটি থাকত না সরকারি দফতরে। এবছর থেকে সেই তালিকায় যোগ হল রাখি পূর্ণিমার ছুটি। নবান্নের এই ঘোষণায় খুশি সরকারি কর্মচারীরা।
রীতি অনুযায়ী, শ্রাবণ মাসের পূর্ণিমায় প্রতি বছর দেশ জুড়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এদিন বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি বেঁধে দেয়। যদিও প্রতি বছর একই দিনে রাখি উৎসব পালন করা হয় না। শ্রাবণ মাসের পূর্ণিমায় চাঁদের অবস্থান দেখেই এর দিন নির্ধারণ করা হয়।
১৯০৫ সালে বঙ্গভঙ্গ আইন প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন। সেসময় তিনি কলকাতা, ঢাকা ও সিলেট-এর হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই-বোন কে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য।