দেশ ব্রেকিং নিউজ

‘‌বিজেপিকে একটিও ভোট নয়’

বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গে এসে জোড়া কৃষক মহাপঞ্চায়েতের আয়োজন করলেন পাঞ্জাবের কৃষক নেতা রাকেশ টিকায়েত। শনিবার কলকাতা ও নন্দীগ্রামে সভা করেন তিনি। সেখানে নো ভোট ফর বিজেপি স্লোগান তোলান কৃষক নেতারা। রাকেশ টিকায়েতের পশ্চিমবঙ্গ সফরকে কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথে এমনিতেই এবার ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। সেই যুদ্ধক্ষেত্রেই এবার পা রাখতে চলেছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। নন্দীগ্রাম যাওয়ার আগে কলকাতার মেয়ো রোডে দলের নেতাদের সঙ্গে দেখা করেন রাকেশ।
রাকেশ টিকায়েত বিজেপির বিরোধিতা করে ঝাঁঝাল ভাষণ দিয়ে বলেন, ‘‌আর যাকেই ভোট দিন বিজেপিকে দেবেন না। বিজেপি কৃষকবিরোধী প্রাইভেট কোম্পানি চালিত দল।’‌ এরপর কৃষক নেতারা যান নন্দীগ্রামে। সেখানেও কমবেশি একই কথা বলেন তাঁরা। মোদীর ব্রিগেড সভার দিনই কৃষক নেতা বলেছিলেন, ‘কলকাতায় গিয়েছে সরকার। সুতরাং, আমরাও সেখানে যাব ১৩ মার্চ। কৃষকদের সঙ্গে কথা বলব।’ উল্লেখ্য, বাংলা দখলে কার্যত ঝাঁপিয়ে পড়েছে মোদীবাহিনী। সেই প্রেক্ষিতে ভোটের মুখে কৃষক ইস্যু নিয়ে যেভাবে বাংলায় আসার পরিকল্পনা নিয়েছেন কৃষকনেতা, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ভোটের সঙ্গে তাঁদের পশ্চিমবঙ্গ সফরের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন টিকায়েত। তিনি বলেন, ‘‌দিল্লির অনশন স্থল থেকেই সারা দেশে কৃষক মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। এদিনের কর্মসূচি তার অংশমাত্র।’‌ কেন্দ্রকে বিঁধে রাকেশ আরও বলেন, ‘‌ফসল ফলানোর জন্য কৃষকরা ফিরে যাবেন, এমন ভুল ধারণা যেন না থাকে সরকারের। যদি জোর করা হয়, তাহলে আমরা ফসল জ্বালিয়ে জেব। এমনটা ভাবা ঠিক নয় যে, দু’‌মাসে বিক্ষোভ শেষ হয়ে যাবে। আমরা ফসলও ফলাবো, বিক্ষোভও দেখাব।’‌