আগেই লোকসভায় পাস হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত মহিলা সংরক্ষণ বিল। এবার রাজ্যসভাতেও পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। বৃহস্পতিবার রাত ৯.৪৫ নাগাদ রাজ্যসভায় ধ্বনিভোটে মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেল। বিলের পক্ষে সংসদের উচ্চ কক্ষে ২১৫টি ভোট পড়েছে বলে জানা গেছে। বিপক্ষে কোন ভোট পড়েনি।
লোকসভায় এবার ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথমবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিল এইচ ডি দেবগৌড়া সরকার। তারপর পেড়িয়ে গেছে ২৭ বছর। দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল, অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং জমানায় এই বিল লোকসভায় পেশ ও পাশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
মনমোহন সিং সরকার ২০১০ সালের ৯ মার্চ রাজ্যসভায় বিলটি পাশ করাতে সফল হলেও লোকসভায় বিলের পক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন পায়নি।