দেশ ব্রেকিং নিউজ

এবার রাজ্যসভায় জ্যোতিরাদিত্য তাস

এবার রাজ্যসভায় শক্তিবৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রের শাসকদল। কোনও বিলই পাশ করাতে যাতে বেগ পেতে না হয় তাই এই কৌশল। রাজ্যসভার ১৮ আসনে ভোট নেওয়া হবে আগামী ১৯ জুন। ভোটগ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে একটি বিবৃতিতে কমিশন জানায়, ১৯ জুন সন্ধ্যায় ভোটগণনা হবে।
ভোট হওয়ার কথা ছিল মার্চ মাসে। করোনাভাইরাস সামাল দিতে গিয়ে ভোটাভুটি পিছিয়ে দিতে হয়। এবার লকডাউন দেশের অধিকাংশ জায়গা থেকে উঠে যেতেই ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। ভোটগ্রহণে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবকে কোভিড–১৯ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ওই ১৮ আসনের মধ্যে রয়েছে গুজরাত ও অন্ধ্রপ্রদেশের ৪টি করে আসন, মধ্যপ্রদেশে ও রাজস্থানের ৩টি করে আসন, ঝাড়খণ্ডের ২টি, মেঘালয় এবং মণিপুরের ১টি করে আসন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ১৭টি রাজ্যের ৫৫ আসনে ভোট ঘোষণা করে কমিশন। সেগুলির মধ্যে ১০টি রাজ্যের ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার রাজ্যসভার নির্বাচনে লড়াই করছেন দল ছেড়ে বিজেপি শিবিরে আশ্রয় নেওয়া প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ্যসভা থেকে তাঁকে জিতিয়ে এনে মন্ত্রী করবে বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজস্থান থেকে এবার লড়াইয়ের ময়দানে নামছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।