বিনোদন ব্রেকিং নিউজ

হৃদরোগে আক্রান্ত রাজু শ্রীবাস্তব

জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত তিনি। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

রাজু শ্রীবাস্তবের সেক্রেটারি জানিয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দিল্লিতে দেখা করতে এসেছিলেন রাজু। সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে এক্সারসাইজ করছিলেন অভিনেতা। সেসময় হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। আপাতত চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব।

প্রসঙ্গত, স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে একধিক কমেডি শো করেন তিনি। তবে শুধু স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমায় জগতেও রাজুর অভিনয় বেশ নজর কেড়েছে। রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।