দীর্ঘ ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে সারা দিলেন রাজু শ্রীবাস্তব। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে রাজুর। সংবাদ সংস্থা এএনআই বৃহস্পতিবার টুইটারে একটি পোস্ট করে রাজু শ্রীবাস্তবের জ্ঞান ফেরার খবর প্রকাশ করে।
গত ১০ আগস্ট একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দিল্লিতে দেখা করতে যান রাজু। সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে এক্সারসাইজ করছিলেন অভিনেতা। সেসময় হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন রাজু। তারপর থেকেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসতেই ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অভিনেতার সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে একধিক কমেডিয়ান শো করেন তিনি। তবে শুধুমাত্র স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমা জগতেও রাজুর অভিনয় বেশ নজরকাড়া। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘তেজাব’, ‘বাজিগর’ -এর মতো হিট ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল দর্শকদের। এরপরেই কৌতুকশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।