দেশ ব্রেকিং নিউজ

রাশিয়া সফরে রাজনাথ সিং

চিন–ভারত সংঘর্ষে যখন তপ্ত গোটা দেশ তখন রাশিয়া যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর তা নিয়েই বেশ জল্পনা শুরু হয়েছে। তাহলে কী ভারত–চিন যুদ্ধ লাগলে রাশিয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করবে?‌ নাকি পেছন থেকে ভারতকে সাহায্য করবে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ, করোনা আবহেই রাশিয়ায় যাচ্ছেন রাজনাথ সিং। সোমবার মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের আনন্দে প্রতি বছর ২৪ জুন মস্কোয় ভিক্টরি ডে প্যারেড অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানেই অংশ নেবেন রাজনাথ। তাৎপর্যপূর্ণভাবে সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন চিনের প্রতিরক্ষামন্ত্রীও। কিন্তু এত কী দরকার পড়ল তড়িঘড়ি রাশিয়া যেতে হল প্রতিরক্ষামন্ত্রীকে?‌ তাহলে কী গোপনে চিনের সঙ্গে সমঝোতা করতেই এই উদ্যোগ?‌ উঠছে প্রশ্ন।
সেনাবাহিনী সূত্রে খবর, মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিত হতে চলা এই প্যারেডে এবার একজন কর্নেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে অংশগ্রহণ করবে ভারতের তিন বাহিনীর একটি যৌথ দল। রেড স্কোয়ারে একজন মেজরের নেতৃত্বে প্যারেডে অংশ নেবেন শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্টের জওয়ানরাও। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি’র হয়ে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্ট। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য বহু পুরস্কারও রয়েছে এই রেজিমেন্টের ঝুলিতে।
সূত্রের খবর, রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা হবে পুতিনেরও। সেখানে গোপনে কোনও আলোচনা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গত ১৭ জুন মস্কোয় দেওয়া এক বিবৃতিতে রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া ঝাখারোভা জানিয়েছিলেন, রুশ সামরিক বাহিনীর সঙ্গে ভারত–চিনের সৈন্য দলও রেড স্কোয়ারে মার্চ করবে। তাই লাদাখে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রাজনাথের এই রাশিয়া সফরটি যথেষ্ট তাৎপর্যের বলেই মনে করা হচ্ছে।