আফগানিস্তানের ক্ষমতায় তালিবান। গোটা বিশ্বের নজর এখন এশিয়ার দিকে। কড়া নজর রাখছে ভারতও। তারই মধ্যে আত্মনির্ভরশীল প্রতিরক্ষার প্রতি জোর দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার জানালেন, বিশ্বে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তায় চ্যালেঞ্জ বাড়ছে এবং তা জটিল হয়ে উঠছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আফগানিস্তানের সংকট বা তালিবানের কথা উল্লেখ না করেই বলেন, ‘সারা বিশ্বে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। যার জেরে ভারতের জাতীয় নিরাপত্তা ক্ষেত্রেও চ্যালেঞ্জ বাড়ছে ও পরিস্থিতি জটিল হচ্ছে।’
প্রতিরক্ষার একটি কর্মসূচি উদ্বোধনের পর তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে দেশে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভারতকে শক্তিশালী ও স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের দিকে মনোনিবেশ করতে হবে। শুধু শক্তিশালী ও সুসজ্জিত বাহিনী তৈরিই না, আমাদের এমন প্রতিরক্ষা শিল্পকেও তৈরি করতে হবে, যেটি শক্তিশালী ও সর্বোপরি সম্পূর্ণ স্বনির্ভর’
এদিন তিনি বলেন, ‘দেশে প্রতিভার অভাব নেই, প্রতিভার চাহিদারও অভাব নেই। কিন্তু একটি অভিন্ন প্ল্যাটফর্মের অভাবে এই দুটি একত্রিত হতে পারেনি। তবে ‘আইডেক্স’ একটি প্ল্যাটফর্ম হিসেবে সেই ব্যবধান দূর করতে অনেকাংশে সফল হয়েছে।’