দেশ ব্রেকিং নিউজ

শান্তিনিকেতনে আসছেন রাজনাথ সিং

সাবর্তনে যোগ দিতে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেই দিনই গুজরাট দাঙ্গা সংক্রান্ত বিবিসির তৈরি নিষিদ্ধ তথ্যচিত্র দেখানো হবে শান্তিনিকেতনে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ঘুম ছুটেছে প্রশাসনের৷ উল্লেখ্য, বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন, ডেমোক্রেটিক স্টুডেন্ট এসোসিয়েশনের বিশ্বভারতী শাখার পক্ষ থেকে জানানো হয় ২৩ ফেব্রুয়ারি তারা ‘দ্যা মোদি কোশ্চেন’ তথ্যচিত্র তারা প্রদর্শন করবেন৷

গুজরাট দাঙ্গা সংক্রান্ত বিষয় নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র তৈরি করেছে৷ যার নাম ‘দ্যা মোদি কোশ্চেন’। এই তথ্যচিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বেশকিছু তথ্য সামনে আনা হয়েছে যা বিজেপি সরকার স্বীকৃতি দেয় না৷ তাই দেশে এই তথ্যচিত্রের প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বহু স্যোসাল সাইট থেকে এই তথ্যচিত্র সরিয়ে ফেলাও হয়েছে।

তা সত্ত্বেও দেশের বেশকিছু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের ক্যাম্পাসে এই তথ্যচিত্র প্রদর্শন করেছে৷ যেমন- যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় প্রভৃতি। এবার সেই তথ্যচিত্র প্রদর্শিত হবে শান্তিনিকেতনে। ডেমোক্রেটিক স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে গুজরাট দাঙ্গা সংক্রান্ত এই তথ্যচিত্রের প্রদর্শন করা হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি শান্তিনিকেতনের রতনপল্লীতে প্রদর্শিত হবে ‘নিষিদ্ধ’ তথ্যচিত্রটি৷ কিন্তু, একটি বিষয় হল এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, ২৩ ফেব্রুয়ারি দুদিনের শান্তিনিকেতন সফরে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রমুখ৷ ২৩ ফেব্রুয়ারি একদিকে যখন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় মন্ত্রীরা ‘ভানুসিংহের পদাবলী’ দেখবেন। অন্যদিকে, প্রদর্শিত হবে গুজরাট দাঙ্গা সংক্রান্ত তথ্যচিত্র ‘দ্যা মোদি কোশ্চেন’৷ ২৪ ফেব্রুয়ারি বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী-শিক্ষামন্ত্রী। তাই এই সময় তথ্যচিত্র প্রদর্শন নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে। ঘুম ছুটেছে প্রশাসনের।

প্রসঙ্গত, এই তথ্যচিত্র বানানোর পরেই দেখা গিয়েছে বিবিসির অফিসে ইডি ও সিবিআই হানা দেয়।