Defense Minister Rajnath Singh left for Ladakh on a two-day visit on Friday. He also inspected the border situation and spoke to Indian Army personnel and ITBP members. He is accompanied by Army Chief Manoj Mukund Naravane and Chief of Defense Staff Bipin Rawat. India-China Army Commander level meeting has just ended. India has been vocal about China's intrusion into areas 4 to 6 of the Finger of Pangong Lake, including Galwan.
দেশ ব্রেকিং নিউজ

লাদাখে রাজনাথ, চিনকে কড়া বার্তা

দু’দিনের সফরে শুক্রবার লাদাখে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান এবং আইটিবিপি সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সদ্য শেষ হয়েছে ভারত–চিন সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক। গলওয়ান–সহ প্যাংগং লেকের ফিংগার ৪ থেকে ৮ পর্যন্ত এলাকায় চিনের অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে ভারত।
জম্মু–কাশ্মীর এবং লাদাখ, দু’দিনের সফরে যাওয়া রাজনাথ সিং বলেন, ‘‌ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধ সমাধানের জন্য আলোচনা চলছে। তবে সমস্যা কতদূর পর্যন্ত মিটবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দেশের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না।’‌ এদিন লেহ–তে লুকুং ফরওয়ার্ড এলাকা পরিদর্শন করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে সেনা ঘাঁটিতে তাঁর সামনে মহড়া চলে।
লেহ’‌র স্তাকনায় প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান এবং সিডিএস–এর সামনে মহড়ায় পাহাড়ে কীভাবে যুদ্ধ করতে হয়, তার ঝলক দেখান ভারতীয় জওয়ানরা। আধুনিক অস্ত্র, প্যারা ড্রপিংয়ের পাশাপাশি যুদ্ধে প্রস্তুত ট্যাংকের মাধ্যমে সেনাবাহিনীর শক্তি প্রদর্শনের সাক্ষী থাকেন রাজনাথ সিং। মহড়ার সাক্ষী থাকার পাশাপাশি পিকা মেশিনগান হাতে নিশানা করতেও দেখা যায় প্রতিরক্ষামন্ত্রীকে। তিনি জানান, এই সমস্যার সমাধানে কূটনৈতিক এবং সামরিক স্তরের আলোচনার থেকে ভালো আর কিছু হতে পারে না।