লালফৌজের এক ইঞ্চি স্ট্যাটাস কো বদল মেনে নেওয়া হবে না। লোকসভায় দাঁড়িয়ে লাদাখ পরিস্থিতি নিয়ে মোদী সরকারের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমনকী স্টেটাস কো ভাঙতে এলে তার ফল ভালো হবে না বলেও চিনকে সাফ হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ভারতীয় সেনা সব পরিস্থিতির জন্য তৈরি রয়েছে। তাঁরা দক্ষতার সঙ্গে দেশের সীমান্ত রক্ষা করে চলেছে।
এদিন রাজনাথ লোকসভায় জানান, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ঐতিহাসিক তথ্যপ্রমাণের উপর ভিত্তি করেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা তৈরি করা হয়েছে। কিন্তু তা মানতে নারাজ চিন। লাদাখে আগেই ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চিন। ১৯৬৩ সালে চিন–পাকিস্তান চুক্তি অনুযায়ী বেআইনিভাবে ভারতের ৫,১৮০ বর্গ কিলোমিটার এলাকা চিনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। ভারত শান্তিতে বিশ্বাসী, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। কিন্তু নিয়ন্ত্রণরেখা চিন পার করতে এলে পরিণাম খারাপ হবে।
ভারতীয় সেনা দেশের সুরক্ষায় নজির গড়েছে লাদাখে। চিনের বাহিনীকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রতিহত করেছে। চিনের লাদাখ সীমান্ত নিয়ে আলোচনা চলছে। চিন ভারতের এলাকা জবরদখল করতে চাইছে। যা ভারত কখনোই মেনে মেবে না। এটাই লাদাখ পরিস্থিতি নিয়ে লোকসভায় বার্তা রাজনাথের। সুতরাং চিনকে কড়া বার্তা দেওয়া হল দেশের মাটি থেকে।
চিন আগে বলেছিল ভারতকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। এবার চিন যতই চেষ্টা করুক ভারত এক ইঞ্চি জমি ছাড়বে না বলে জানিয়ে দেওয়া হল। বারবার চিনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজনাথ সিং। সংসদে তাঁর সঙ্গে চিনের প্রতিরক্ষামন্ত্রীর যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সেকথা সংসদে জানিয়েছেন রাজনাথ সিং।কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, প্যাংগংয়ের দক্ষিণে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য অপটিক্যাল ফাইবার পাতছে চিন। রাজনাথ বলেন, ‘চিনের আগ্রাসী নীতি সীমান্ত নিয়ে দু’দেশের সমঝোতার পরিপন্থী। আমাদের সেনা চিনের আগ্রাসনের মুখেও অত্যন্ত সংযম দেখিয়েছে। তবে যেখানে শৌর্য দেখানোর প্রয়োজন সেখানে পিছপা হয়নি সেনা।’