বিনোদন

প্রয়াত হলেন রাজীব কাপুর

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীব কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮। মৃত্যুর খবর পেয়ে বলিউড তারকারা শোক প্রকাশ করেন।

রণধীর কাপুর জানান, ‘আমি আবার আমার ছোট ভাইকে হারালাম। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন রাজীবকে বাঁচানোর কিন্তু শেষরক্ষা হয়নি।’ এরপর নীতু কাপুর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাজীবের মৃত্যুর খবর প্রকাশ করেন। যেখানে রাজীব কাপুরের ছবি দিয়ে ‘RIP’ ক্যাপশন জুড়ে দেন তিনি।

১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ দিয়ে রাজীব কাপুর বলিউডে পা রাখেন। এরপর বাবা রাজ কাপুরের হাত ধরে ‘রাম তেরি গঙ্গা মইলিতে’ অভিনয় করেন। ওই সিনেমাই বদলে দেয় তার জীবন। এরপর ‘আসমান’, ‘জবরদস্ত’, ‘হম তো চলে পরদেশ’, ‘জমিনদার’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন রাজীব কাপুর। কিন্তু ১৯৯০ সালে ‘জামিনদার’ মুক্তির পর রাজীব কাপুরকে আর অভিনয় করতে দেখা যায়নি। অভিনয় থেকে দূরে গিয়ে প্রেম গ্রন্থ, আ আব লট চলে-র মতো একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনা করেন রাজীব কাপুর, বলিউডে যিনি ‘চিম্পু’ নামেই পরিচিত।