দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের তামিল ছবি ‘আন্নাথে’র শুটিং চলছিল হায়দ্রাবাদে। সেই ছবির টিমের আটজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরেই ছবির শুটিং তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রজনীকান্ত সুস্থ রয়েছেন। রজনীকান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি চেন্নাই ফিরে যাবেন। তবে তার আগে তিনি হায়দরাবাদে নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।লকডাউনের কারণে আগেই ছবির শুটিং পিছিয়ে গিয়েছিল। অনেক অপেক্ষার পর গত ১৫ ডিসেম্বর আবার শুটিং শুরু হয়। কিন্তু করোনার কারণে আবারও অনিশ্চয়তায় ছবির ভাগ্য। প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছ, শুটিং বন্ধ হয়ে যাওয়াতে বড় ক্ষতির সম্মুখীন হবেন তারা।