দেশ ব্রেকিং নিউজ

জরুরি তলবে শাহী বৈঠক

দু’‌দিন আগেই বিশেষ বিমান পাঠিয়ে দিল্লি নিয়ে গিয়েছিলেন তাঁকে। আর একজনকে বঙ্গে এসে জড়িয়ে ধরেছিলেন। হ্যাঁ, তাঁরা শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। ফের বাংলার বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠকে এবার জরুরি তলব করা হল তাঁদের। সূত্রের খবর, মঙ্গলবারই শুভেন্দু–রাজীবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ পেয়ে বারুইপুরের জনসভা থেকেই দিল্লি রওনা হয়েছেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
জানা গিয়েছে, রাতের দিকে বিজেপি কোর কমিটির বৈঠক করবেন অমিত শাহ। সেখানে হাজির থাকার জন্যই মঙ্গলবার জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকে থাকবেন রাজ্যের অন্যতম কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। আসন্ন নির্বাচনে বাংলায় কীভাবে লড়বে বিজেপি, তার নীল নকশা ঠিক হবে।
২০২০ সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের জনসভায় অমিত শাহের হাত ধরে যোগদানের পর দিল্লি যাওয়া হয়নি তাঁর। রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লিতে সরাসরি অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর হাত থেকে তুলে নেন গেরুয়া শিবিরের পতাকা। এদিন দু’জনকেই ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে দুই জননেতার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হতে পারে।