রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা। ওই শীর্ষ নেতৃত্ব ফোন করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। দল না ছাড়ার জন্য বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তবে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই বুধবার আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন নির্বাচনে লড়লে ডোমজুড় থেকেই প্রার্থী হবেন তিনি। তবে বিজেপিতে যোগদানের ব্যাপারে কোনও মন্তব্য করেননি সদ্য প্রাক্তন মন্ত্রী।
ওই নেতা সব সমস্যা সমাধান করার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে তিন মাস সময়ও চেয়ে নেন। কিন্তু প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে গিয়ে রাজীব জানান, ডোমজুড় থেকেই ভোটে লড়বেন তিনি। যদিও কোন দল থেকে তিনি লড়বেন, তৃণমূল না বিজেপি তা স্পষ্ট করেননি। তিনি বলেন, ‘ডোমজুড়বাসীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আগামীতে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাদের পরিবারের লোক আর কে বাইরের।’
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে বিবাদ চলছিল তাঁর। আগামী ৩১ জানুয়ারি অমিত শাহের পশ্চিমবঙ্গে সফরে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। মন্ত্রিত্বে ইস্তফা দিলেও বিধায়কপদ ও তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেননি তিনি।
রাজীব ক্ষোভের সঙ্গে বলেছিলেন, কেউ চিরকাল একই দফতরের মন্ত্রী থাকে না। আমিও থাকব বলে আশা করিনি। তবে আমার মন্ত্রিত্ব বদল করা হল কিছু না জানিয়ে। এই ব্যাপারে আমি মুখ্যমন্ত্রীর থেকে অন্তত সতীর্থ হিসাবে সৌজন্য আশা করেছিলাম। আমাকে অন্তত জানানো হবে দফতর বদলের কথা, এটা আশা করেছিলাম। আমি টিভিতে দেখে জানতে পেরেছিলাম, সেচ থেকে সরিয়ে আমাকে বনমন্ত্রী করা হয়েছে।