রাজ্য

বিজেপি’‌র কোর কমিটিতে রাজীব

বিজেপিতে যোগ দেওয়ার প্রথম পুরস্কার–বাবদ জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর গেরুয়া পতাকা হাতে নেওয়ার পর কোর কমিটিতেও স্থান পেলেন তিনি। দলের তরফে এই সম্মান পেয়ে আপ্লুত প্রাক্তন তৃণমূল সরকারের বনমন্ত্রী।
দিলীপ ঘোষের দিল্লির বাড়িতে কোর কমিটির বৈঠকে ডাক পেয়েছিলেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানেই কোর কমিটিতে যুক্ত করা হয় প্রাক্তন বনমন্ত্রীকে। আর তারপর রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌শনিবার দলে যোগ দিয়েছি। তিনদিনের মধ্যে আমায় এত বড় একটা দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত, আপ্লুত।’‌
উল্লেখ্য, আচমকা একদিন মন্ত্রিত্ব ত্যাগ করে রাজীব দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে। রাজভবন থেকে বেরিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কেঁদেও ফেলেন তিনি। শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে নিয়ে বেরতে দেখা যায় তাঁকে। পরবর্তীতে দলের প্রাথমিক সদস্যপদও ছাড়েন তিনি।
আর শনিবার দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন। রবিবার রাতেই অমিত শাহের দপ্তর থেকে তাঁকে ফোন করা হয়। জানানো হয়, তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল। সোমবার থেকেই নিরাপত্তা পাচ্ছিলেন তিনি। এবার যুক্ত হলেন কোর কমিটিতেও।