ব্রেকিং নিউজ রাজ্য

কুণালের বাড়িতে হাজির রাজীব

বিজেপিতে ভাঙনের মেঘ। শুক্রবারই তৃণমূফেরলে যোগ দিয়েছেন মুকুল রায়। আর তার ২৪ ঘণ্টা কাটেনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোরাজ্যষের বাড়িতে পৌঁছলেন আরও এক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। যিনি চার্টার্ড বিমানে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনিই জল্পনা আরও উস্কে কুণাল ঘোষের বাড়িতে হাজির হয়ে।

  • একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই নতুন করে রাজ্যে দলবদলের হাওয়া। ‘বেসুরো’ হচ্ছেন অনেক নেতাই। সেই দলেই ছিলেন রাজীব। সম্প্রতি হেস্টিংসে বিজেপির দলীয় বৈঠকে মুকুল রায়ের মতো রাজীব বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়নি। সে দিন থেকেই জল্পনা শুরু। এরপর ফেসবুকে বিস্ফোরক পোস্ট। সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী লেখেন, সমালোচনা তো অনেক হল….মানুষের বিপুল সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না।
  • এরপর থেকেই রাজীবের মতিগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে কি পদ্ম শিবিরে ভাল নেই রাজীবও? শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কুণাল ঘোষের বাড়িতে হাজির হন ডোমজুড়ের বিজেপি প্রার্থী। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে বেশ কয়েকজন নেতা ও জনপ্রতিনিধি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। সেই তালিকায় রয়েছেন রাজীবও। তৃণমূল সূত্রে খবর, কাদের নেওয়া হবে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।