দেশ লিড নিউজ

রাজীবকে দিল্লি নিয়ে যেতে ফোন শাহের

মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন আগেই। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন। এমনকী তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তৃণমূল ভবনে ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন বনমন্ত্রীর এহেন পদক্ষেপে স্বাভাবিকভাবেই আরও জোরাল দলবদলের জল্পনা। এই পরিস্থিতিতে শনিবার সাতসকালেই শাহের ফোন এল রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে রাজীবকে। আজই বিজেপিতে যোগদানের সম্ভাবনা তাঁর বলে সূত্রের খবর।
গত ২২ তারিখ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র দিয়েছিলেন তিনি। রাজভবন থেকে বেরিয়ে কেন এই সিদ্ধান্ত নিলেন, তা বলতে গিয়ে কান্নায় কার্যত ভেঙে পড়েন বনমন্ত্রী। তিনি জানান, মন্ত্রী হিসেবে কাজ করতে গিয়ে এত অবমাননা, এত বাধার সম্মুখীন হয়েছে, তার জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আজ শনিবার রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু দিল্লিতে আইইডি বিস্ফোরণ হওয়ায় এই সফর বাতিল করা হয়েছে। এই সফরেই যোগ দেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এখন বিপরীত পরিস্থিতি তৈরি হওয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কেই দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, যোগদান পর্ব নিয়ে আপোস করতে নারাজ গেরুয়া শিবির। তাই সাতসকালেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। আজই বিশেষ চাটার্ড বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজীব। তারপরই বিজপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরেই বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন বনমন্ত্রী।
উল্লেখ্য, বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেখান থেকে বেরনোর সময় দলনেত্রীর বড় একটা ছবি সঙ্গে নেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌নেত্রী আমার কাছে মায়ের মতো। সবসময়ে শ্রদ্ধার জায়গায় থাকবেন, আমি আজ বিধানসভা থেকে তাঁর এই ছবি সঙ্গে নিয়ে যাচ্ছি। সবসময়ে এটা সঙ্গে থাকবে।’‌ আর খবর মিলেছে, শুধু রাজীব বন্দ্যোপাধ্যায়ই নয়, তাঁর সঙ্গে ওই একই বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীও। শোনা গিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ই তাঁর সঙ্গীদের সঙ্গে নিয়ে দিল্লি যেতে চেয়েছেন। যদিও এই বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি বিজেপি।