সোমবার অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। আর তার আগে বাংলায় টেনশন বাড়ছে। ২২ জানুয়ারি নিয়ে আশঙ্কার প্রহর গুণছে পুলিশ ও প্রশাসনও।
অভিযোগ, ইন্ধন জোগানের চেষ্টায় নেমেছেন বিজেপির তাবড় নেতারা। সূত্রের খবর, রাজ্যে সম্প্রীতি ও সৌভাতৃত্বের পরিবেশ টিকিয়ে রাখতে যে কোনও মূল্যে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শুক্রবার বিকেলে সব জেলার পুলিশ সুপার এবং সিনিয়র পুলিশ অফিসারদের বৈঠকে ডেকেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
You must be logged in to post a comment.