সোমবার অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। আর তার আগে বাংলায় টেনশন বাড়ছে। ২২ জানুয়ারি নিয়ে আশঙ্কার প্রহর গুণছে পুলিশ ও প্রশাসনও।
অভিযোগ, ইন্ধন জোগানের চেষ্টায় নেমেছেন বিজেপির তাবড় নেতারা। সূত্রের খবর, রাজ্যে সম্প্রীতি ও সৌভাতৃত্বের পরিবেশ টিকিয়ে রাখতে যে কোনও মূল্যে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শুক্রবার বিকেলে সব জেলার পুলিশ সুপার এবং সিনিয়র পুলিশ অফিসারদের বৈঠকে ডেকেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।