দেশ ব্রেকিং নিউজ

মরু রাজ্যের আদালতে ধাক্কা গেহলটের

চূড়ান্ত ধাক্কা খেল গেহলট শিবির। কারণ রাজস্থান হাইকোর্টে বড় স্বস্তি পেলেন শচীন পাইলট আর তাঁর অনুগামীরা। তাঁদের বিরুদ্ধে স্পিকার কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে শুক্রবার সাফ জানিয়ে দিয়েছে আদালত। ফলে যে আগ বাড়িয়ে কংগ্রেস নেতৃত্ব ওভার বাউন্ডারি মারতে গিয়েছিল তা অচিরেই লং অনে ক্যাচ কট কট হয়ে গিয়েছে। সুতরাং দল থেকে তাড়িয়ে চ্যাপ্টার ক্লোজ করতে পারলেন না গেহলট শিবির।
শুক্রবার রাজস্থান হাইকোর্টের এই রায়ের আগে অবশ্য শেষ একটি নাটক হয়। শচীন পাইলটের আবেদনের ভিত্তিতে শেষ মুহূর্তে কেন্দ্রকেও একটি পক্ষ করা হয় এই মামলায়। এখন দেখার নতুন কোন পথে হাঁটে কংগ্রেস শিবির। এই মুহূর্তে শচীনের বিরুদ্ধে যাওয়া মানে গোটা রাজস্থান কংগ্রেস বিরোধী হয়ে ওঠে। আর শচীনের পক্ষে যাওয়া মানে গেহলটের বিরুদ্ধে যাওয়া। এই উভয়সঙ্কটে পড়েছে কংগ্রেস।
উল্লেখ্য, শচীন ও তাঁর অনুগামী বিধায়করা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ডাকা বৈঠকে গরহাজির থাকায় কংগ্রেস দাবি তুলেছিল, তাঁদের বিধায়কপদ খারিজ করা হোক। স্পিকার সি পি জোশী তাঁদের নোটিশ পাঠান। শচীনেরা রাজস্থান হাইকোর্টে যান। হাইকোর্ট স্পিকারের নোটিশে স্থগিতাদেশ জারি করলে স্পিকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আসেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের ওই নির্দেশে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। হাইকোর্ট স্পিকারের বিধায়কপদ খারিজের প্রক্রিয়ায় শুক্রবার পর্যন্ত যে স্থগিতাদেশ জারি করেছিল, তাতেও সুপ্রিম কোর্ট নাক গলাতে রাজি হয়নি। তবে রাজস্থান হাইকোর্টের এই রায়ের পরেও গেহলট শিবির খুব একটা চাপে নেই। এখন দেখার কংগ্রেস হাইকমান্ড কোন পথে হাঁটে।