লিড নিউজ

রাজস্থানের রাজনৈতিক চাণক্য অমিত শাহ!‌

গেহলট–পাইলট দ্বন্দ্ব ঘটানোর মূলে রয়েছেন অমিত শাহ। এই তথ্যই এখন সামনে আসছে মরু রাজ্যে। রাজস্থানের রাজনৈতিক সংকটের ছক বিজেপি’‌র চাণক্য অমিত শাহের তৈরি করা বলে অভিযোগ করলেন অশোক গেহলট শিবিরের মন্ত্রী প্রতাপ সিং কাচারিওয়াসের। তাঁর দাবি, পুরো ঘটনাই আগে থেকে ষড়যন্ত্র করে রাখা হয়। পাইলটকে দলে টেনে নিয়ে রাজস্থানে সরকার ফেলার ছক ছিল।
অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে রাজস্থানের মন্ত্রী কাচারিওয়াসের অভিযোগ, রাজস্থান নিয়ে গোটা ষড়যন্ত্র রচনা করেছেন অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল। জেনে বুঝে, রাজস্থান কংগ্রেসের কয়েকজন বিধায়ককে আলাদা রিসর্টে রেখেছেন। আবার বাকি অকংগ্রেসি বিধায়কদের অন্য রিসর্টে রেখেছেন। কাচারিওয়াসের দাবি, যদি কেন্দ্রের বিজেপি সরকার এতে জড়িত না থাকত, তাহলে আয়কর বিভাগ বা ইডি রাজস্থান পরিস্থিতির সঙ্গে নাম জড়াত না।
রাজস্থানের এই মন্ত্রীর দাবি, সরকারে অশোক গেহলট শিবিরই থাকছে। অশোক গেহলট শিবিরের কাছে আপাতত ১০৯ জন বিধায়কের সমর্থন রয়েছে। যার জেরে তাঁরা রাজস্থানে সরকারে থাকবেন বলে দাবি কাচারিওয়াসের। রাজস্থান পুলিশের কাছে ঘোড়াকেনাবেচা নিয়ে একটি এফআইআর দায়ের হয়েছে। যেখানে একটি টেলিফোনের কথাবার্তা তুলে ধরা হয়েছে। সেখনে বলতে শোনা যাচ্ছে, ১০০০ থেকে ২০০০ কোটি টাকার লেনদেনে সরকার ফেলা যেতে পারে।