বিনোদন

একই সিনেমায় রাজ-শুভশ্রী পেলেন পুরস্কার

জনপ্রিয় পরিচালক ও নায়িকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুশির জোয়ার বইছে তাদের ঘরে।‌ ‘পরিণীতা’ সিনেমার জন্য পুরস্কারে তাদের ঘর ভরে গেছে। ‘ফিল্মস্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ এটি সেরা সিনেমার পুরস্কার পেয়েছে। শুধু সেরা ছবির পুরস্কার নয়। এই অ্যাওয়ার্ড আসর থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত হলেন। দর্শক ও বিচারক দুই তরফেই সেরার শিরোপা পেয়েছেন শুভশ্রী। সেরার শিরোপা জেতার পর দর্শকদের ধন্যবাদ ও বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

‘পরিণীতা’র জন্য রাজ চক্রবর্তী সেরা পরিচালকের পুরস্কার পেলেন। এছাড়া এই ছবিটি জিতেছে সেরা সংগীত, সেরা গান, সেরা মহিলা প্লেব্যাক গায়িকার পুরস্কার। এমন খুশির দিনে রাজ চক্রবর্তীও দর্শক ও জুরিবোর্ডের প্রতি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।

বিয়ের পরে ‘পরিণীতা’সিনেমায় অভিনয় করে শুভশ্রী তাক লাগিয়েছিলেন। তার অভিনয় দক্ষতা, অভিব্যক্তির প্রকাশ মন কাড়ে দর্শকদের। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছিলেন।