ফের খবরের শিরোনামে রাজ কুন্দ্রা। পর্ন কাণ্ডের পর আবারও আইনের জটিলতায় রাজ। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি। পর্নকাণ্ডে যুক্ত থেকে বেআইনিভাবে আর্থিক লেনদেন করেছেন, এই অভিযোগেই বৃহস্পতিবার রাজের বিরুদ্ধে মামলা করেছে ইডি।
২০২১ সালে জুলাই মাসে পর্ন কাণ্ডে রাজকে গ্রেপ্তার করেছিল পুলিশ। লকডাউনে পর্নোগ্রাফি ছবির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন রাজ। এই পর্নোগ্রাফি ছবি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে রোজগার করতেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি।
অ্যাপের জন্য পর্ন ছবি নয়, বরং ইরোটিক ছবি বানাতেন, দাবি রাজের আইনজীবীর। এই ব্যবসার কারণেই বেআইনিভাবে টাকা লেনদেনের সঙ্গে রাজ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ইডি-র। পর্ন-কাণ্ডে ইতিমধ্যেই আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে স্কোয়ারফিট ইন্ডিয়া ডট কম নামের এক ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ কুন্দ্রা শিল্পাকে ৩৮.৫ কোটি মূল্যের মোট ৫টি ফ্ল্যাট হস্তান্তর করেছেন। শিল্পা শেট্টির কাছে স্থানান্তরিত সম্পত্তির মোট এলাকা ৫,৯৯৬ বর্গফুট। এই তথ্য সামনে আসার পর ফের বিতর্কে জড়ান শিল্পার স্বামী। অভিযোগ, পুরো সম্পত্তি পর্ন ব্যবসা থেকে রোজগার করা টাকা দিয়েই কিনেছিলেন রাজ। তবে এ ব্যাপারে শিল্পা ও রাজের থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।