কলকাতা রাজ্য লিড নিউজ

রামকৃষ্ণ মিশন বিতর্কে বিবৃতি জারি রাজভবনের

রামকৃষ্ণ মিশন নিয়ে এবার বিবৃতি জারি করল রাজভবন। সাধু-সন্ন্যাসীদের সঙ্গে রাজনীতির যোগের অভিযোগে গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। লোকসভা ভোটের প্রচারে রামকৃষ্ণ মিশনের সাধু-সন্ন্যাসীদের একাংশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “সব সাধু সমান হন না। সরাসরি তাঁর নিশানায় ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজও। এরই তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সন্ন্যাসীদের একাংশ।”

মমতার বিতর্কিত মন্তব্যের পরেই এবার রাজভবনের তরফে
বুধবার রাতে রাজভবনের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রামকৃষ্ণ মিশন সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়।

বিবৃতি জারি করে জানানো হয়েছে, “বাংলার মানুষের মনে রামকৃষ্ণ মিশনের জন্য এক গর্বের জায়গা রয়েছে। গোটা বিশ্বের জন্য এটা অনুপ্রেরণার এক উৎস। যদি কেউ জেনে বুঝে বা অজান্তে এই সংগঠনকে অসম্মান করে তাহলে মনে রাখতে হবে শ্রী রামকষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দ সহ আরও মহান ব্যক্তিত্বদের তাঁরা অসম্মান করছে। এমন ঘটনা মানুষের ভাবাবেগে আঘাত করবে।”

একইসাথে ভারত সেবাশ্রম নিয়ে বিবৃতিতে বলা হয়, “ভারত সেবাশ্রম হল এক আধ্যাত্মিক মরূদ্যান। লাখ লাখ মানুষকে এই সংগঠন ত্রাণ দিয়ে এসেছে বিগত দিনে। তাদের ভালোবাসা উচিত, সম্মান করা উচিত। তাদের সম্মানহানি করা কোনও ভাবেই উচিত নয়।”