ব্রেকিং নিউজ রাজ্য

কংগ্রেসের রাজভবন অভিযান

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযান। এদিনের অভিযানে নেতৃত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। রাজ্যের সব কটি জেলাতেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে বললেন পিসিসি সভাপতি।

লক্ষ্য ২০২৩ এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক ও বিরোধী দলগুলি সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর হয়ে উঠেছে। এর থেকে পিছিয়ে থাকতে চাইছে না প্রদেশ কংগ্রেস। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার রাজ্যের ৮ টি জেলাতেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস। একই দাবিকে সামনে রেখে হয়েছে রাজভবন অভিযান।

রাজ ভবন অভিযান কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখী হয়ে বীরজিৎ সিনহা অভিযোগ করেন, দেশে এবং রাজ্যে একই দলের সরকার চলছে। কিন্তু দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বাড়ছে। গত পাঁচ বছরে জিনিষের দাম দ্বিগুন হয়েছে। শুধু মাত্র কেরোসিনের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা, রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ছিল মাত্র ৪০০ টাকা এখন তা দাঁড়িয়েছে ১৩০০ টাকায়। দেশের ও রাজ্যের সরকার জিনিষের মূল্য হ্রাস করতে এক প্রকার ব্যর্থ হয়েছে।

প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। রাজভবন অভিযান প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির সামনে এসে শেষ হয়।