জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হয়ে প্রায় দশ দিন ধরে আইসোলেশনে আছেন। এরমধ্যে শুক্রবার তারা বাবা মারা গেলেন। মৃত্যুর দুদিন আগে তারও করোনা শনাক্ত হয়। এমতাবস্থায় বাবার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়। তবে সব জটিলতা কাটিয়ে চিকিৎসকদের অনুমতি ও সুরক্ষাবিধি মেনে বাবার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন রাজ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ১১ টার পর বাবাকে তিনি শেষ বিদায় জানান।
শনিবার সকালে একটি টুইটবার্তায় বিষয়টি রাজ নিজেই জানান। বলেন, যাবতীয় প্রোটোকল অনুযায়ি শুক্রবার রাত ১১ টা ১৫ মিনিটে শ্মশানে বাবাকে শেষবিদায় জানিয়েছি। চিকিৎসক আমায় ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এই কঠিন সময়ে আমাদের শক্তি যোগাচ্ছে। পাশে থাকার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি।