রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু শুক্রবার মনোনয়ন জমা দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ পদ্ম শাসিত রাজ্যের অধিকাংশ মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে মনোনয়ন পর্ব সম্পন্ন হয়।
এদিন দ্রৌপদী মুর্মু মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রস্তাবক হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন চারটি সেটে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু। প্রথমটিতে প্রস্তাবক ছিলেন নরেন্দ্র মোদি। দ্বিতীয়টিতে ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তৃতীয়টিতে ছিলেন হিমাচল প্রদেশ এবং হরিয়ানার বিজেপি বিধায়করা। চতুর্থ সেটে প্রস্তাবক হয়েছেন গুজরাতের বিধায়করা। ৬৪ বছর বয়সি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে আদিবাসী মহিলা হিসেবে প্রথম বার নজির তৈরি করবেন।