রাজ্য

আমফানের জেরে বৃষ্টি শুরু বঙ্গে

ধেয়ে আসছে আমফান। সময় যত গড়াচ্ছে, ততই আকাশের রূপ বদলাচ্ছে। ক্রমশ মুখ ভার হচ্ছে আকাশের। বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় আমফান ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সুপার সাইক্লোনে পরিণত হওয়ারও আশঙ্কা রয়েছে তার। কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমফানের দাপটে রাজ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। হাওড়ার উলুবেড়িয়া ও কলকাতার নিউটাউনে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
এখন দিঘা থেকে ৬৩০ কিমি দক্ষিণ দক্ষিণপশ্চিমে অবস্থান করছে আমফান। এখনও সুপার সাইক্লোন হিসেবে রয়েছে সে। আগামী ছ’ঘণ্টায় সুপার সাইক্লোনের তকমা হারাতে পারে সে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ ঢোকাতে শুরু করে দিয়েছে আমফান। উপকূলের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। দিঘা থেকে এখন আমফানের অবস্থান ৬৩০ কিলোমিটার দূরে। শেষ ৬ ঘণ্টায় ১৪ থেকে ১৫ কিমি বেগে এগোচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান।
বর্তমান পরিস্থিতিতে মনে করা হচ্ছে বকখালির পূর্ব দিক দিয়ে আঘাত হানার সময়ে আমফানের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি। উপগ্রহ চিত্রের পর্যবক্ষেণ বলছে, আমফানের গতিমুখ এখনও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলার দিকে। এই মুহূর্তে আমফান পারাদ্বীপ থেকে ৪৮০ কিমি, দিঘা থেকে ৬৫০ কিমি ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০কিমি দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আছড়ে পড়ার সময় আমফানের গতিবেগ ঘণ্টায় ১৮৫–১৯৫ কিলোমিটার হতে পারে।