ব্রেকিং নিউজ রাজ্য

বৃষ্টি! আপাতত তাপপ্রবাহ থেকে স্বস্তি

দাবদাহের মধ্যেই কালবৈশাখী। অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল একাধিক জেলা। কালবৈশাখী-শিলাবৃষ্টি এবং বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা। ৫০ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড় বৃষ্টিতে একাধিক জায়গায় মারাত্মক ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে আর কোথাও আগামী কয়েকদিন তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-‌সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, দুই মেদিনীপুরে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সেই সম্ভাবনা আরও বেশি। কলকাতাতেও রবিবার ঝড়বৃষ্টি হতে পারে। ২ ও ৩ মে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। আপাতত এই পরিস্থিতি ৪ তারিখ পর্যন্ত চলবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বুধ-‌বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃস্টি হতে পারে। তার জেরে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। আগামী ২ তারিখ পর্যন্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।

যদিও গরম অব্যাহত থাকছে দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর জেরে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে ঠিকই। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টি হয়েছে নদিয়া, বর্ধমান, বীরভূম সহ একাধিক এলাকায়। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সেভাবে কালবৈশাখীর প্রভাব না পড়লেও কমেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।