ব্রেকিং নিউজ রাজ্য

বঙ্গে আসছে স্বস্তির বৃষ্টি, কি বলছে হাওয়া অফিস?

আগামীকাল থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন আসতে চলেছে রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ। রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে বাড়বে পূবালি হাওয়ার দাপট। পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এই জলীয় বাষ্প ঝাড়খণ্ড, বিহার ও ছোটনাগপুর এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। সেই মেঘ এসে বাংলায় তৈরি করবে কালবৈশাখীর পরিস্থিতি।

শুক্রবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। একই সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও।

আপাতত গরম অব্যাহত থাকছে দক্ষিণবঙ্গে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে নেই কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় বইছে তাপপ্রবাহ। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৫ দিন দেশের বিভিন্ন রাজ্যে পারদ ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি। শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এরপর কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ চলবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।