পরিবেশ রাজ্য

দেশে স্বাভাবিক বর্ষা, বঙ্গে ১১ জুন

বুধবার মৌসম ভবন জানিয়েছে, এই বছর স্বাভাবিক বর্ষা হবে দেশে। জানা যাচ্ছে, কলকাতায় ১১ জুন থেকে শুরু হবে বর্ষাকাল। থাকবে ১২ অক্টোবর পর্যন্ত। উত্তরবঙ্গে ঠিক তার কয়েকদিন আগেই ঢুকবে বর্ষাকাল। শিলিগুড়িতে ৮ এবং ৭ তারিখ জলপাইগুড়িতে বর্ষা প্রবেশ করবে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, এই বছর এল নিনোর প্রভাব অনেকটা শান্ত হওয়ায় স্বাভাবিক সময় দেশে বর্ষাকাল শুরু হবে। পশ্চিমবঙ্গে এবার আগে ঢুকবে বর্ষা। আর দেশের উত্তর–পশ্চিম থেকে স্বাভাবিকের থেকে প্রায় দু’‌সপ্তাহ বাদে বিদায় নেবে বর্ষাকাল।
ভারতে প্রায় অর্ধেকের বেশি মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাই ভালো বর্ষা হওয়া অত্যন্ত জরুরি। এখনও পর্যন্ত প্রাক বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেটিও স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। এতে ফলনে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।