জেলা

রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি বঙ্গে

আগামী রবিবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রবল বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হয়। আকাশ ছিল মেঘে ঢাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চারদিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুত্‍‌-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। এমনকী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের আশঙ্কা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দু’‌এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, খড়গপুরের ওপর দিয়ে দক্ষিণ–পূর্ব দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ভূ-খণ্ডে। মূলত অমৃতসর, বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে অসমের উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবেই উত্তরবঙ্গ, উত্তর ভারত এবং উত্তর–পূর্ব ভারতের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।