রাজ্য

দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিতে স্বস্তির সম্ভাবনা

আগস্ট মাসে শেষবার টানা বৃষ্টির কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ। তারপর থেকে সেই যে বর্ষা নিষ্ক্রিয় হয়েছে, সক্রিয় হয়ে ওঠার কোনও নামই নেই। বরং ভ্যাপসা গরমে টিকতে পারছে না দক্ষিণবঙ্গের মানুষজন। তবে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে এখন গড় সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রির ওপরেই ঘোরাফেরা করছে। পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। সব মিলিয়ে একটা অসহনীয় পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে যখন হাঁসফাঁস অবস্থা তখন কলকাতা–সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে কিছুটা সক্রিয় হয়ে উঠতে পারে বর্ষা। কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ। নিম্নচাপটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেক দূরে, অন্ধ্রপ্রদেশ উপকূলে। তাই তার প্রত্যক্ষ প্রভাব দক্ষিণবঙ্গের ওপরে পড়বে না। কিন্তু পরোক্ষ প্রভাব পড়তে পারে। সুতরাং হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে।
নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ–ওড়িশা দিয়ে স্থলভূমিতে ঢুকে মধ্য ভারত দিয়ে এগোবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয়বাষ্প ঢুকছে। আর উত্তরবঙ্গে অবস্থান করা একটি অক্ষরেখা সেই জলীয় বাষ্পকে টেনে আনতে সাহায্য করছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় আকাশ কালো করে বৃষ্টি শুরুও হয়েছে।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। আজ সকালে বেশ রোদ ছিল। কিন্তু বেলা গড়াতেই আকাশ তার রূপ বদলাতে শুরু করে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।