দক্ষিণবঙ্গে মেজাজ দেখাবে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আষাঢ় মাসের প্রথম দিনেই ভালো বৃষ্টি হতে পারে। কারণ এবারের বর্ষার চরিত্রটা কিছুটা হলেও অন্যরকম। বর্ষার শুরুতেই গোটা দক্ষিণবঙ্গে যে দাপটের সঙ্গে বৃষ্টি হচ্ছে, সেটা অন্যবার দেখা যায় না। সারা সপ্তাহ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তারপর থেকে বাড়বে।
গোটা জুন মাসে যা বৃষ্টি হওয়ার কথা, প্রথম ১৫ দিনেই তার দুই–তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এখানেই শেষ নয়, এই সপ্তাহেই বৃষ্টির দাপট আরও বাড়বে রাজ্যজুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার থেকে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। দিন তিনেকের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার আর শুক্রবার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে (২০ সেন্টিমিটার)। কলকাতা –সহ অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭ থেকে ১১ সেন্টিমিটার)।