আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

শীতের বিদায় পর্বে বঙ্গে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

কলকাতা থেকে শীত ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এবার ধীরে ধীরে গরমের প্রবেশ করার পালা। চলতি সপ্তাহেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রার পারদ। বুধবার থেকে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে, কলকাতায় শীতের বিদায় পর্বের মধ্যে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের আমেজ থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই কার্যত শীতের বিদায় পর্ব। সোমবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আজ সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে মঙ্গলবার তাপমাত্রা বাড়বে অনেকটাই। তবে, পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ আরও কিছুদিন থাকবে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।